যশোরে সন্ত্রাসী হাফিজুর রহমান মরার (৩৫) গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ বলছে, মধ্যরাতে দুদল সন্ত্রাসীর গোলাগুলিতে তিনি নিহত হন।
বৃহস্পতিবার রাতে শহরের খোলাডাঙ্গা সার গোডাউন এলাকায় এ ঘটনা ঘটে। মৃত অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়।
কোতোয়ালি থানার ওসি ইলিয়াস হোসেন বলেন, ‘দুদল সন্ত্রাসীর মধ্যে গোলাগুলি হচ্ছে এমন খবর পেয়ে রাত দেড়টার দিকে পুলিশ ঘটনাস্থল খোলাডাঙ্গা এলাকায় অবস্থিত সার গোডাউনের উত্তর পাশে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে সেখান থেকে আনুমানিক ৩৫ বছর বয়সী এক ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়। পুলিশ সদস্যরা তাকে কুখ্যাত সন্ত্রাসী হাফিজুর রহমান মরা বলে শনাক্ত করেন।’
ঘটনাস্থল থেকে মরার লাশ ছাড়াও একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি এবং দুই রাউন্ড গুলির খোসা উদ্ধার হয়।
জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ইউসুফ আলী বলেন, ‘রাত ২টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় এক ব্যক্তিকে হাসপাতালে আনে পুলিশ। তার মাথার বাম পাশে একটি গুলি লাগে।’
হাসপাতালে আনার আনুমানিক আধাঘণ্টা আগে এই ব্যক্তির মৃত্যু হয় বলে ডা. ইউসুফের ধারণা।
পুলিশ বলছে, হাফিজুর রহমান মরা শহরের ষষ্ঠিতলাপাড়ার সন্ত্রাসী। তার বিরুদ্ধে খুন, অস্ত্র, মাদক, বিস্ফোরক আইনে অন্তত এক ডজন মামলা রয়েছে। তিনি ষষ্ঠিতলাপাড়ার মৃত শফি মিয়ার ছেলে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন