শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

মতলবে কালবৈশাখীর ঝড়ে মাদ্রাসা লন্ডভন্ড

মতলব(চাঁদপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২২ মে, ২০২২, ৯:৪১ এএম

চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার মতলব পৌরসভার ১ নং ওয়ার্ড পশ্চিম বাইশপুর বেড়ীবাঁধের বাহিরে ব্রিকস ফিল্ড সংলগ্ন উছমানী ইবনে আফফান (রাঃ) হাফেজিয়া মাদ্রাসা কালবৈশাখীর ঝড়ে লন্ডবন্ড।

২১ মে শনিবার কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড হয়ে যায় একশত পঞ্চাশ জন ছাত্রের প্রানের মাদ্রাসা প্রতিষ্ঠানটি।

মাদ্রাসার মোহতামিম হাফেজ মোঃ ফোরকান জানান- "হঠাৎ কালবৈশাখীর ঝড়, মূহুর্তের মধ্যে আমার টিন সেট ঘরটির চাল দূমরে মুচড়ে প্রায় ২০০ ফিট দূর নিয়ে যায়। মাদ্রাসার বারান্দার ৪/৫ ফুটের একটি দেয়াল ভেঙ্গে যায়। এছাড়া একটি বৈদ্যুতিক খুটি ভেঙে পরে যায়। এতে ক্ষতির পরিমান হবে আনুমানিক ৭ থেকে ৮ লক্ষ টাকা। ক্ষতিপূরণ পাওয়ার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন মাদ্রাসার পরিচালক হাফেজ মোঃ ফোরকান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন