শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

তালেবানের নির্দেশ অমান্য করলেন টিভি সঞ্চালিকারা

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২২ মে, ২০২২, ১২:৫০ পিএম

বাঁধন যত শক্ত হচ্ছে, ততই তা কেটে বেরোনোর প্রবণতাও বাড়ছে আফগানিস্তানে। বিশেষ করে মহিলাদের মধ্যে। তালেবান শাসকেরা নির্দেশ দিয়েছিলে‌ন, মুখ ঢেকে খবর পড়তে হবে। সেই নির্দেশ অমান্য করে, মুখ না ঢেকেই খবর পড়ছেন দেশের একাধিক বেসরকারি টিভি চ্যানেলের মহিলা সঞ্চালকেরা।

এর আগে মাথায় ওড়না দিয়ে খবর পড়তেন তারা। কিন্তু তালেবান ক্ষমতায় আসার পর থেকে বেশ কিছু বিধিনিষেধ জারি করা হয়েছে। বিশেষ করে মহিলাদের উপর। চলতি মাসের গোড়ার দিকে আফগানিস্তানের সর্বোচ্চ নেতা হিবাতুল্লাহ আখুনন্দজাদা নির্দেশ দেন, জনসমক্ষে মেয়েদের মুখ বোরখা দিয়ে ঢেকে রাখতে হবে। শনিবার থেকে টিভি চ্যানেলের সঞ্চালকদেরও এই নির্দেশ পালন করতে বলা হয়েছে।

কিন্তু দেশের একাধিক টিভি চ্যানেলের সঞ্চালকেরা মুখ না ঢেকেই খবর পড়েন। তবে তারা মূলত কাজ হারানোর ভয়েই এমনটা করেছেন বলে জানা গিয়েছে। একটি খবরের চ্যানেলের প্রধান আবিদ এহসাস বলেন, ‘‘আমাদের মহিলা সহকর্মীরা ভয় পাচ্ছেন, তারা যদি মুখ ঢেকে খবর পড়েন, তাদের আশঙ্কা, পরের দিন হয়তো খবর পড়তে দেওয়া হবে না। মূলত সেই কারণে তারা নির্দেশ না মেনে খবর পড়ছেন।’’

টিভি চ্যানেলের কর্তারাও এই নির্দেশ নিয়ে আরও আলোচনার জন্য তালেবান সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক মহিলা সঞ্চালক বলেন, ‘‘তাদের (তালেবান সরকারের) সর্বশেষ নির্দেশ উপস্থাপিকাদের মন ভেঙে দিয়েছে। অনেকেই মনে করছেন, এ দেশে তাদের কোনও ভবিষ্যৎ নেই।’’ এই সঞ্চালিকা নিজেও দেশ ছাড়ার পরিকল্পনা করেছেন। সূত্র: রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (3)
Mominul Haque Chowdhury ২২ মে, ২০২২, ৩:০৩ পিএম says : 0
তালেবান সঠিক কাজটিই করছে এতে কোনো মুসলিমের সন্দেহ নেই।আমরা যারা নিজেদের মুসলমান বলে দাবী করি তাদের উচিৎ জীবনের সকল ক্ষেত্রে ইসলামের সুমহান শিক্ষা ও আদর্শ যথাযথভাবে অনুসরণ করা। নইলে এই ক্ষণস্থায়ী জীবনের অবসান হলে আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে।
Total Reply(0)
jack ali ২২ মে, ২০২২, ১:৩১ পিএম says : 0
ছেলেদের যেমন দাড়ি রাখা ফরয কাপড় গোড়ালির উপরে রাখা ওয়াজিব নাভির উপর থেকে হাটুর নিচে পর্যন্ত ঢিলা কাপড় পড়া ফরজ মেয়েদেরকে বোরকা পরা মুখ ঢাকা সড়ক ঢাকা ফরজ যারা এটা মানে না তারা মুসলিম না তালেবানদের উচিত যে মহিলারা সঠিক পর্দা করে না তাদেরকে শাস্তি দেওয়া>>>>>>>>
Total Reply(0)
jack ali ২২ মে, ২০২২, ১:৩১ পিএম says : 0
নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, “পুরুষদের জন্য নারীর চেয়ে বেশি ক্ষতিকর কোন ফিতনা আমি আমার পিছনে রেখে যাইনি।” আল-বুখারী, ৫০৯৬ দ্বারা বর্ণিত; মুসলিম, 2740।
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন