নারায়নগঞ্জের কৃতি সন্তান প্রকৌশলী আবদুল ওহাব লায়ন্স জেলা ৩১৫এ২ বাংলাদেশের গভর্নর নিবাচিত হয়েছেন। গতকাল শনিবার বিকেলে হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত বাষিক সম্মেললে ১৯৫ ভোট পেয়ে চলতি ২০২২-২৩বর্ষের জন্য গভর্নর নির্বাচিত হয়েছে।তার বিপরীতে ভোট পড়ে মাত্র ২টি। এর আগে তিনি লায়ন্স জেলার ভাইস গভর্নর ছিলেন।
লায়ন আবদুল ওহাব নারায়নগঞ্জে নবীগঞ্জে ১৯৬৫সালে জন্ম গ্রহন করেন। তিনি আইইটি সরকারী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং সরকারী তোলারাম কলেজ থেকে এইচএসসি কৃতিত্বের সাথে পাশ করার পর রাজশাহী ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং থেকে বিএসসি সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে উত্তীর্ন হওয়ার পর বিসিএস ১৩তম ব্যাচে টিএন্ডটিতে সহকারী প্রকৌশলী হিসেবে যোগদান করে বর্তমানে ডাইরেক্টর হিসেবে কর্মরত আছে। তিনি ঢাকায় নারায়নগঞ্জ অফিসার ফোরামের সাধারন সম্পাদক এবং কদমরসুল কলেজের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন।
লায়ন ওহাব ১৯৯৮ সালে লায়ন্স ক্লাব অব নারায়নগঞ্জ সিটিতে যোগদান করনে। পরবর্তীতে তিনি লায়ন্স ক্লাবের বিভিন্ন গুরুত্বপুর্ন পদে দায়িত্ব পালন করেন।তিনি গভর্নর নির্বাচিত হওয়ায় নারায়নগঞ্জ সিটি ক্লাব থেকে নির্বাচিত প্রাক্তন গভর্নর এডভোকেট শওকত আলী ,রিজিউন চেয়ারম্যান আবদুস সালাম,এডভোকেট নবী হোসেন,এডভোকেট সুলতানউদ্দিন নান্নু,লায়ন শামীম,কাজী গোলাম হোসেন এবং ক্লাব সভাপতি এডভোকেট হোসনে আরা বাবলী অভিনন্দন জানিয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন