শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

বিপদসীমার নিচে নেমেছে সুনামগঞ্জে সুরমার পানি !

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ২২ মে, ২০২২, ৫:২৮ পিএম

সুনামগঞ্জের সুরমা নদীর পানি বিপৎসীমার নিচে নেমেছে। পাহাড়ি ঢল ও ভারি বৃষ্টিতে টানা ৬ দিন পর এ ঘটনায় স্বস্তি দেখা দিয়েছে জনমনে। গতকাল শনিবার সকাল থেকে পানি কমতে শুরু করায় রাত থেকে জেলায় সুরমার পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আজ রোববার (২২ মে) এ অবস্থাকে বন্যা পরিস্থিতির উন্নতি বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। পাউবো নির্বাহী প্রকৌশলী মো. শামসুদ্দোহা জানান, আবহাওয়া ভালো হওয়ায় কমেছে নদীর পানি। বর্তমানে সুরমার পানি বিপৎসীমার ১০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে সুনামগঞ্জে। এতে বন্যা পরিস্থিতির উন্নতিতে ইিিতবাচক অগ্রগতি হলেও বিপৎসীমার ৯৭ সেন্টিমিটার ওপর দিয়েই প্রবাহিত হচ্ছে এখন্ও ছাতকে সুরমার পানি। নদীর পানি কমে গেলেও শহরের বিভিন্ন এলাকার পানি স্থির থেকে সৃষ্টি হয়েছে পানিবদ্ধতার। এতে পানিবন্দি অবস্থায় দিন কাটাচ্ছেন পৌর এলাকার নাগরিকরা। এদিকে সুনামগঞ্জ পৌর শহরে বাসাবাড়ির পানি কিছুটা কমতে শুরু করেছে, তবে ড্রেনেজ সমস্যার কারণে পানি দ্রুত নামছে না বলে দাবি করেছেন বাসিন্দারা। সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত বলেন, ‘ঢল আর বৃষ্টিতে পৌর শহরের অনেক আবাসিক এলাকায় পানি উঠেছে। এতে জনদূভোর্গ বেড়েছে, চেষ্টা করছি সাধ্যমতো জনগনের পাশে থেকে কিঞ্চিৎ হলে সহযোগীতার।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন