মাটিরাঙ্গা উপজেলা সংবাদদাতা : খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ৪০ বর্ডার গার্ড ব্যাটালিয়ন-বিজিবির গাড়ি চাপায় মিসেস ফাহিমা বেগম (৩২) নিউ অযোধ্যা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা নিহত হয়েছে। শনিবার সকাল পৌনে দশটার দিকে মাটিঙ্গার বেলছড়ি ইউনিয়নের বেলছড়ি অযোধ্যা সড়কের ধর্মরামবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
গাড়ি চাপায় নিহত ফাহিমা বেগম শান্তিপুর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও মাটিরাঙ্গা ডিবেটিং ক্লাবের সহ-সভাপতি মো. রফিকুল ইসলামের স্ত্রী। নিহত ফাহিমা বেগম দুই কন্যা সন্তানের জননী।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে সকাল পৌনে দশটার দিকে ভাড়ায় চালিত মোটর সাইকেল যোগে কর্মস্থল নিউ অযোধ্যা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে যাবার পথে বিপরীত দিক থেকে আসা বিজিবির একটি থ্রীটন গাড়ি চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। এসময় তার মাথার মগজ বের হয়ে ছড়িয়ে ছিটিয়ে পড়ে।
দুর্ঘটনার খবর জানাজানি হলে ঘটনাস্থলে শতশত লোক ভিড় করে। নিহতের পরিবারের সদস্যসহ স্বজনদের আহাজারীতে পরিবেশ ভারী হয়ে উঠে।
এদিকে দুর্ঘটনায় স্কুল শিক্ষক ফাহিমা বেগমের মৃত্যুর সংবাদে ঘটনাস্থলে ছুটে যান মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিএম মশিউর রহমান, মাটিরাঙ্গা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার কৃষ্ণলাল দেবনাথ, বেলছড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. রহমত উল্লাহ, বর্তমান চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, গোমতী ইউনিয়নের চেয়ারম্যান মো. ফুক হোসেন লিটনসহ নিহতের সহকর্মীরা।
এসময় তারা শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে সকলকে ধৈর্য ধারণের আহবান জানা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন