শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

জঙ্গিবাদ ও সন্ত্রাস মোকাবেলায় জনমত গড়ে তুলুন - প্রধানমন্ত্রী

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১৯ নভেম্বর, ২০১৬, ৩:৪৯ পিএম | আপডেট : ৭:২৪ পিএম, ১৯ নভেম্বর, ২০১৬

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ২০৪১ সালে বাংলাদেশ উন্নত, সমৃদ্ধ দেশে পরিণত হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় জঙ্গিবাদ ও সন্ত্রাস মোকাবেলায় জনমত গড়ে তোলার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ইসলাম শান্তির ধর্ম। ইসলাম সন্ত্রাস ও জঙ্গিবাদকে সমর্থন করে না। তিনি বলেন, বিএনপি বাংলাদেশকে সন্ত্রাসের চারণভূমিতে পরিণত করেছিল। ২০১৪ সালে তারা ১৩৫ জনকে হত্যা করেছে। মন্দির, গির্জায় অগ্নি সংযোগ করেছে। চলন্ত বাসে আগুন দিয়ে মানুষ হত্যা করেছে। রিকশা ও সিএনজি ড্রাইভারকে পুড়িয়ে হত্যা করেছে। তাদের তা-বে ৫০৮ জন অগ্নিদগ্ধসহ ৫৬৯ জন আহত হয়েছে। আমরা ক্ষমতায় আসার পর জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে অবস্থান নিই। তিনি বলেন, আমরা বিজয়ী জাতি হিসেবে মাথা উঁচু করে দাঁড়াতে চাই। বাংলাদেশে সন্ত্রাস জঙ্গিবাদের কোন স্থান নেই। আগামীতে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ শান্তিপূর্ণ দেশ হিসেবে পরিণত হবে। আজ (শনিবার) সকাল ১১টা ৩৫ মিনিটে প্রধানমন্ত্রী গণভবন থেকে জঙ্গিবাদ, সন্ত্রাস, মাদকবিরোধী এবং সরকারের বিভিন্ন উন্নয়ন সংক্রান্ত বিষয়ে চট্টগ্রাম বিভাগের তৃণমূল পর্যায়ের নাগরিকদের সাথে চট্টগ্রাম লালদীঘি মাঠে সরাসরি ভিডিও কনফারেন্সে যুক্ত হন। চট্টগ্রাম বিভাগের ১১ জেলার মধ্যে রাঙ্গামাটি, কুমিল্লা, চাঁদপুর, কক্সবাজার ও চট্টগ্রামসহ ৫ জেলার মৎস্যজীবী, লবণচাষী, হেডম্যান, কলেজের শিক্ষার্থী, রিকশাচালক, ক্ষুদ্র ব্যবসায়ী, শ্রমিক এবং আইটি উদ্যোক্তার সাথে কথা বলেন। শুরুতেই বিএনপি-জামায়াতের সহিংস আন্দোলনের প্রামাণ্যচিত্র রক্তাক্ত বাংলাদেশ মাল্টিমিডিয়ায় প্রচার করা হয়। এরপর চট্টগ্রামের উন্নয়ন নিয়ে প্রামাণ্যচিত্র প্রচারিত হয়। নগরীর লালদিঘি ময়দানে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রামের জেলা প্রশাসক সামসুল আরেফিন। বক্তব্য রাখেন পেশাজীবী সমন্বয় পরিষদের চট্টগ্রামের সভাপতি ডা. এ কিউ এম সিরাজুল ইসলাম, সরকারি কমার্স কলেজের অধ্যক্ষ আইয়ূব ভূঁইয়া, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. সাহাবুদ্দিন ও মহানগর ইউনিটের কমান্ডার মোজাফফর আহমেদ। ডিজিটাল জনসভায় ভূমি প্রতিমন্ত্রী, চট্টগ্রাম সিটি মেয়র, সংসদ সদস্য, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন