রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

আড়াইহাজারে র‌্যাবের হাতে দুই পরিবহন চাঁদাবাজ গ্রেফতার

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২৪ মে, ২০২২, ১২:০২ এএম

আড়াইহাজার উপজেলা সদরের সাব রেজিস্টারের কার্যালয়ের সামনে রাস্তা থেকে ইজি বাইক থামিয়ে জোরপূর্বক চাঁদা নেয়ার সময় রোববার সন্ধ্যায় ওসমান গনি ও গোলাম রাব্বানী নামে দুই পরিবহন চাঁদাবাজকে গ্রেফতার করে র‌্যাব-১১ এর সদস্যরা। গ্রেফতারকৃত ওসমান গনি উপজেলার রামচন্দ্রদী গ্রামের তাহের আলীর এবং গোলাম রাব্বী কল্যান্দী গ্রামের হিরু মিয়ার ছেলে।
গ্রেফতারকৃতরা র‌্যাবের কাছে স্বীকারোক্তিতে জানায়, তারা পরস্পরের যোগসাজসে আর্থিকভাবে লাভবান হওয়ায় জন্য কলেজ রোড সাব রেজিস্টারের কার্যালয় এলাকায় চলাচলরত ইজিবাইক চালকদের গুরুতর আহত ও ক্ষয়ক্ষতির ভয়ভীতি দেখিয়ে ইজিবাইক থেকে দৈনিক ১০ টাকা থেকে ৫০ টাকা পর্যন্ত অবৈধভাবে আদায় করে আসছে। এ ব্যপারে গতকাল র‌্যাবের এসআই ইমরান হোসেন বাদী হয়ে মামলা দায়ের করেছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন