শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

মাদারীপুরে মানব পাচারের ঘটনায় নিখোঁজ দুই যুবক : গ্রেফতার ১

স্টাফ রিপোর্টার, মাদারীপুর থেকে : | প্রকাশের সময় : ২৪ মে, ২০২২, ১২:০২ এএম

মাদারীপুরে মানবপাচারের ঘটনায় নিখোঁজ দুই যুবকের সন্ধান পাওয়া যায়নি দুই মাসে। এদিকে এই ঘটনায় মামলা হলে এক অভিযুক্তকে গ্রেফতার করে গতকাল সোমবার আদালতে প্রেরণ করেছে পুলিশ।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, মাদারীপুর শহরের পাকদী এলাকার মশিউর রহমান মিলন ও মোহাম্মদ হোসেনকে গ্রিস পাঠানোর কথা বলে তার পরিবারের কাছ থেকে কয়েক দফায় ৩৬ লাখ টাকা নেয় লিয়াকত সরদার ও বোরহান মেল্লা নামে মানবপাচারকারী চক্রের সদস্যরা। পরে তাদের গত ২৭ ফেব্রুয়ারি গ্রিসের উদ্দেশ্যে তুরস্কে পাঠায়। এরপর থেকেই পরিবারের সাথে সব ধরনের যোগাযোগ বন্ধ মশিউর রহমান মিলন ও মোহাম্মদ হোসেনের। পরে দালাল লিয়াকত সরদার ও বোরহান মোল্লার সাথে যোগাযোগ করলে তারা ভয়ভীতি দেখিয়ে কয়েক দফায় ৩৬ লাখ টাকা নেয়। কিন্তু মশিউর রহমান মিলন ও মোহাম্মদ হোসেনের এখন পর্যন্ত সন্ধান পাওয়া যায়নি। এতে বাধ্য হয়ে গত ১৭ মে মাদারীপুর মানব পাচার অপরাধ দমন ট্রাইবুনালে ৫ জনকে আসামি করে একটি মামলা করে নিখোঁজ মশিউর রহমান মিলনের ভাই অনিক মিয়া। সেই মামলা গত রোববার রাতে দালাল বোরহান মোল্লাকে সদর মডেল থানা পুলিশ গ্রেফতার করে। গ্রেফতারকৃত বোরহান মাদারীপুর সদর উপজেলার সাবেক গোবিন্দপুর গ্রামের চান মিয়া মোল্লার ছেলে। গ্রেফতারকৃত বোরহানকে গতকাল সোমবার আদালতে প্রেরণ করা হয়েছে।
মাদারীপুর সদর মডেল থানার এসআই ও মামলার তদন্ত কর্মকর্তা মো. মামুন মিয়া জানান, মানব পাচারের ঘটনায় কোর্টে একটি মামলা হয়েছে। এই ঘটনায় অভিযান চালিয়ে বোরহান নামে একজন গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন