শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

খুলনায় আত্মসাৎ মামলায় ব্যাংক কর্মকর্তার জামিন নামঞ্জুর

খুলনা ব্যুরো : | প্রকাশের সময় : ২৪ মে, ২০২২, ১২:০১ এএম

এলসির মাধ্যমে আমদানিকৃত পণ্যের মূল্য বাবদ ৩ কোটি ১৫ লাখ টাকা আত্মসাৎ মামলায় প্রাইম ব্যাংক খুলনা শাখার ফরেন এক্সচেঞ্জ ইনচার্জ কাজী রবিউল ইসলামের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। গতকাল সোমবার দুপুরে বিভাগীয় বিশেষ জজ আদালতে জামিনের আবেদন করলে বিচারক মো. ওয়াহিদুজ্জামান জামিন আবেদন নামঞ্জুর করেন। দুর্নীতি দমন কমিশন (দুদক) আইনজীবী খন্দকার মজিবর রহমান তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ২০১১ সালে এলসির মাধ্যমে আমদানিকৃত পণ্যের মূল্য বাবদ ৩ কোটি ১৫ লাখ ৬৫ হাজার টাকা আত্মসাতের ঘটনায় প্রাইম ব্যাংকের সিনিয়র অ্যাসিসট্যান্ট ভাইস চেয়ারম্যান শেখ জহিরুল হক ও ফরেন এক্সচেঞ্জ ইনচার্জ কাজী রবিউল ইসলামসহ চারজনকে আসামি করে মামলা করে দুদক। মামলার বাদী ছিলেন দুদক খুলনার উপ-সহকারী পরিচালক মো. আমিনুল ইসলাম। নগরীর খান-এ সবুর রোডের নিংগুয়া ট্রেড ইন্টারন্যাশনাল ও মেসার্স সাজেদা ওয়াহাব অ্যান্ড সন্সের প্রোপাপইটার শেখ আবু রাশেদের ব্যাংক একাউন্ট থেকে ওই টাকা আত্মসাৎ করা হয়।
আইনজীবী খন্দকার মজিবর রহমান জানান, আসামি কাজী রবিউল ইসলাম প্রায় ১ বছর ৮ মাস ধরে কারাগারে রয়েছেন। শরীরিক অসুস্থতাসহ বিভিন্ন বিষয় বিবেচনায় নিয়ে আদালতে জামিনের আবেদন করলে, বিচারক শুনানি শেষে আবেদন নামঞ্জুর করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন