সারাদেশের সড়ক জুড়ে নিয়ন্ত্রণহীন ভাবে চলছে যানবাহন। আর এই নিয়ন্ত্রণহীনতার শিকার হচ্ছেন যাত্রীসহ সাধারণ মানুষ। ফলে প্রতিদিনই মৃত্যুর মিছিলে যোগ হচ্ছে নতুন নতুন মৃত্যু। গতকালও দেশের বিভিন্ন স্থানে বেশ কয়েকটি দুর্ঘটনায় হতাহতের ঘটনা ঘটেছে। আমাদের সংবাদদাতাদের পাঠানো খবরে :
নোয়াখালী ব্যুরো জানায়, চন্দ্রগঞ্জ টু চাটখিল সড়কের বড়পোল সংলগ্ন এলাকায় বেপরোয়া গতি মোটরসাইকেলের ধাক্কায় আবুল বাশার বসু নামে এক ব্যক্তির মৃত্যু হয়। নিহত ব্যক্তি উপজেলার খিলপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের শ্রী হাটি গ্রামের আমির মৃত মরহুম আলীর ছেলে। গতকাল দুপরে খিলপাড়া ইউনিয়নের খিলপাড়া এলাকার চন্দ্রগঞ্জ টু চাটখিল সড়কের বড়পোল সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
রাজশাহী ব্যুরো জানায়, রাজশাহীর গোদাগাড়ীতে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আলী আহসান নামের এক যুবক নিহত হয়েছে। সে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চর উনুপনগর গ্রামের মজিবুর রহমানের পুত্র। গতকাল তিনটার দিকে উপজেলার অভায়া কামারপাড়া ব্রিজের কাছে এই ঘটনা ঘটে।
স্টাফ রিপোর্টার, কুষ্টিয়া থেকে জানান, কুষ্টিয়া খাজানগরে ট্রাক চাপায় মোটর সাইকেলের চালক পল্লী চিকিৎসক শহিদুল ইসলাম নামে একজনের মৃত্যু। গতকাল দুপুরে পোড়াদহ সড়কের খাজানগর সুর্বনা এ্যাগ্রোফুডের সামনে এ ঘটনা ঘটে। সে বটতৈল ইউনিয়নের বড়িয়া টাকিমারা গ্রামের পরশ উল্লাহ শেখের ছেলে শহিদুল ইসলাম সাইদ। তিনি পেশায় একজন পল্লী চিকিৎসক ছিলেন।
নেত্রকোণা জেলা সংবাদদাতা জানান, নেত্রকোণা জেলার সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের চল্লিশা বাজার সংলগ্ন গ্রামীণ ব্যাংকের সামনে গতকাল ভোর সাড়ে ৫টার দিকে যাত্রীবাহী বাস ও ধান বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাসের ড্রাইভার ও হেলপারের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, বাসের ড্রাইভার ময়মনসিংহের নান্দাইল এলাকার সবুজ মিয়া এবং হেলপার সুনামগঞ্জের ধর্মপাশার সোহেল মিয়া।
সাতক্ষীরা জেলা সংবাদদাতা জানান, সাতক্ষীরা-মুন্সিগঞ্জ সড়কে দু’টি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী রাবেয়া খাতুন নিহত হয়েছেন। গতকাল সকাল ৮ টার দিকে কালিগঞ্জ ডিগ্রী কলেজের সামনে এই ঘটনা ঘটে। নিহত রাবেয়া সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কালিকাপুর গ্রামের আবদুস সামাদের স্ত্রী।
গোদাগাড়ী (রাজশাহী) উপজেলা সংবাদদাতা জানান, রাজশাহীর গোদাগাড়ীতে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আলী আহসান নামের এক যুবক নিহত হয়েছে। সে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চর উনুপনগর গ্রামের মজিবুর রহমানের পুত্র। গতকাল দুপুর আড়াইটার দিকে উপজেলার অভায়া কামারপাড়া ব্রিজের কাছে এই ঘটনা ঘটে।
মির্জাপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা জানান, মির্জাপুরে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী ইয়াছির হোসেন কানন নামে এক কলেজ ছাত্র ও তার বন্ধু শহীদুল ইসলামের মৃত্যু হয়েছে।
গতকাল সকাল সাড়ে নয়টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর বাইপাসের আন্ডারপাসের ওপরে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত ইয়াছির হোসেন কানন টাঙ্গাইল সদরের হাজী আবুল হোসেন ইনস্টিটিউশন অব টেকনোলজির ছাত্র। সে মির্জাপুর পৌর শহরের বাওয়ার কুমারজানী গ্রামের আমির হোসেন এবং আহত শহীদুল ইসলাম একই এলাকার আবু বক্কর সিদ্দিকীর ছেলে।
রায়পুর (লক্ষ্মীপুর) উপজেলা সংবাদদাতা জানান, লক্ষ্মীপুরের রায়পুরে ইশরাত জাহান নামের শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার দক্ষিণ কেরোয়া গ্রামের মানথি বাড়ির মো. ইউসুফের মেয়ে। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। মেয়ের মৃত্যু শোকে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়েছেন মা রাবেয়া আক্তার। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়েছে।
সিংড়া (নাটোর) উপজেলা সংবাদদাতা জানান, নাটোরের সিংড়ায় বালি বোঝাই ট্রলির চাপায় আইয়ুব আলী নামের এক শিক্ষক নিহত হয়েছেন। নিহত আইয়ুব আলী ডাহিয়া ইউনিয়নের আয়েশ গ্রামের আলহাজ্ব আকবর আলীর ছেলে এবং চৌগ্রাম উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারি শিক্ষক। গতকাল নাটোর-বগুড়া মহাসড়কের চৌগ্রাম বাসষ্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন