স্টাফ রিপোর্টার : ছিনতাই মামলায় গ্রেফতারকৃত দুই পুলিশ সদস্যকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ডে নিয়েছে রাজধানীর শাহবাগ থানা পুলিশ। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক জানান, গ্রেফতারকৃত ট্রাফিক পুলিশের দুই কনস্টেবল লতিফুজ্জামান ও রাজিবুল খন্দকারকে ৭ দিনের রিমান্ড চেয়ে গতকাল শনিবার দুপুরে ঢাকার সিএমএম আদালতে পাঠানো হয়। আদালত সূত্র জানায়, ম্যাজিস্ট্রেট শরাফত উজ্জামানের আদালত শুনানি শেষে আসামিদের বিরুদ্ধে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। উল্লেখ্য, গত শুক্রবার ভোরে ডিম ব্যবসায়ী বশির মনার কাছ থেকে টাকা ছিনতাইকালে স্থানীয় লোকজন কনস্টেবল লতিফুজ্জামানকে আটক করে শাহবাগ থানায় সোপর্দ করে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন