শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

চট্টগ্রামে স্বামী খুনের ঘটনায় স্ত্রী ও প্রেমিক গ্রেফতার

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৯ নভেম্বর, ২০১৬, ১০:২৮ পিএম

চট্টগ্রাম ব্যুরো : নগরীর হালিশহরে স্ত্রী ও তার প্রেমিক মিলে আব্দুল বাতেন ওরফে খোকন (৩৪) নামে একজনকে খুন করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ স্ত্রী জেসমিন আক্তার (৩০) ও প্রেমিক আলাউদ্দিনকে (৩০) গ্রেফতার করেছে। গত শুক্রবার গভীর রাতে এ ঘটনা ঘটে। হালিশহর থানা পুলিশ জানায়, আব্দুল বাতেন নগরীর মধ্য রামপুর কেতুরা মসজিদ বাই লেইনের মাসুদ ম্যানশনের ভাড়াটিয়া আব্দুল মতিনের ছেলে। পেশায় ইলেক্ট্রিক মিস্ত্রি বাতেনের গ্রামের বাড়ি নোয়াখালীর সেনবাগে।
হালিশহর থানার পরিদর্শক (তদন্ত) জানান, জেসমিন ও আলাউদ্দিনের সম্পর্কের বিষয়টি জানাজানি হয়ে গেলে বাতেনের সঙ্গে ঝগড়া হয়। কয়েকদিন ধরে ঝগড়ার এক পর্যায়ে জেসমিন ও আলাউদ্দিন মিলে বাতেনকে খুন করার পরিকল্পনা করে। পরিকল্পনা মতো শুক্রবার রাতে বাতেন ঘুমিয়ে পড়লে জেসমিন আলাউদ্দিনকে খবর দিয়ে বাসায় নেয়। তারপর দু’জন মিলে বাতেনের হাত-পা বেঁধে অÐকোষ চেপে ধরে তাকে খুন করে। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে জেসমিন ও আলাউদ্দিনকে গ্রেফতার করে। এদিকে এ হত্যাকাÐের ঘটনায় বাতেনের বাবা বাদী হয়ে থানায় মামলা করেছেন। দুই আসামি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে হালিশহর থানার পরিদর্শক (তদন্ত) জানিয়েছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন