শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

আঁতশবাজিসহ আটক ৩

ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২৬ মে, ২০২২, ১২:০৮ এএম

ব্রাহ্মণবাড়িয়ায় কাভার্ডভ্যানে বিপুল পরিমাণ আঁতশবাজিসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার ভোরে কুমিল্লা-সিলেট মহাসড়কের সুলতানপুর চৌমুহনী এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো, জেলার সদর উপজেলার নাটাই দক্ষিণ ইউপির পয়াগ নরসিংসার গ্রামের ইদ্রিস আলীর ছেলে সাগর মিয়া, শহরের ফুলবাড়িয়া এলাকার জাহের হোসেনের ছেলে আহাদ ও শফিকুলের ছেলে আরিফুল।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার উপ-পরিদর্শক আব্দুস সবুর জানান, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার সুলতানপুর চৌমুহনী এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় বিভিন্ন খাদ্য পণ্যের স্টিকার লাগানো একটি কাভার্ডভ্যানে আনুমানিক ২০ লাখ টাকার বিভিন্ন ধরণের আঁতশ ও পটকাসহ ৩ জনকে আটক করা হয়। তারা ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী কসবা থেকে এসব আঁতশবাজি সংগ্রহ করে রাজধানী ঢাকা’র উদ্দেশ্যে যাচ্ছিল। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন