বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ০৪ বৈশাখ ১৪৩১, ০৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

বেনাপোলে ভারতগামী যাত্রীর পাকস্থলী থেকে ৩টি স্বর্ণের বার উদ্ধার

বেনাপোল অফিস : | প্রকাশের সময় : ২৬ মে, ২০২২, ১২:০০ এএম

ভারতে পাচারের সময় বেনাপোল আন্তর্জাতিক কাস্টমস চেকপোস্ট থেকে ফাহাদুজজামান (২৩) নামে এক যুবকের পাকস্থলী থেকে ৪০০.৬৬ গ্রাম ওজনের ৩টি স্বর্ণের বার উদ্ধার করেছে কাস্টমস শুল্ক গোয়েন্দা ও এসএসআই সদস্যরা। এসময় তার সাথে থাকা এক সহোযোগিকে আটক করা হয়। গতকাল সকাল ১০টার দিকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, শরিয়তপুর জেলার পালং থানার সোলপাড়া গ্রামের নূরুজজামানের ছেলে মো. ফাহাদুজজামান যার পাসপোর্ট নম্বর অ-০৩৫২৪৬১৯ এবং তার সহোযোগি একই এলাকার কাসেম খানের ছেলে নান্টু। যার পাসপোর্ট নম্বর অ-০০২৫৩৪৪৮। বেনাপোল কাস্টমসের যুগ্ম- কমিশনার আব্দুর রশিদ মিয়া জানান, একজন পাসপোর্টধারী যাত্রী তার শরীরে স্বর্ণের বার বহন করে ভারতে যাচ্ছে এমন গোপন সংবাদ পেয়ে কাস্টমস কর্মকর্তারা এক সহোযোগিসহ তাকে আটক করেন।
পরে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে এক্সেরে করে পাকস্থলী থেকে ৩টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। আটক দুই যুবকের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানা সোর্পদ করা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন