শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

আফগানিস্তানে মসজিদসহ চার বিস্ফোরণ, নিহত ১৪

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৬ মে, ২০২২, ৯:১২ এএম | আপডেট : ১০:৩২ এএম, ২৬ মে, ২০২২

আফগানিস্তানে একটি মসজিদসহ চারটি ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১৪ জন প্রাণ হারিয়েছেন। এদের মধ্যে কাবুলের মসজিদে বিস্ফোরণে কমপক্ষে পাঁচজন মুসল্লি এবং উত্তরাঞ্চলে মিনিভ্যানে তিনটি বোমা বিস্ফোরণে নয় জনের মৃত্যু হয়েছে।

কাবুলের জরুরি হাসপাতাল জানিয়েছে, তারামসজিদের বোমার ঘটনায় পাঁচজন নিহত ছাড়াও আরও ১৭ জন আহত ব্যক্তিকে ভর্তি করেছে। খবর আল জাজিরার

কাবুলে তালিবান পুলিশের মুখপাত্র খালিদ জারদান বলেন, 'মাগরিবের নামাজের জন্য লোকজন যখন মসজিদের ভেতরে ছিলেন তখনই এই বিস্ফোরণটি ঘটে। আরও খবর জানার চেষ্টা করা হচ্ছে।'

বালখ প্রদেশে তালিবান নিযুক্ত মুখপাত্র মোহাম্মদ আসিফ ওয়াজিরি বলেন, উত্তরাঞ্চলের মাজারে শরিফ শহরে মিনিভ্যানের ভেতরে বিস্ফোরক রাখা হয়। ওই বিস্ফোরণে নয় জন নিহত এবং ১৫ জন আহত হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা বলেন, মাজারে শরিফে হতাহতের মধ্যে প্রায় সকলেই সংখ্যালঘু শিয়া মুসলমান।

এসব বিস্ফোরণের দায় তাৎক্ষণিকভাবে কেউ স্বীকার করেনি। তবে আইএস এই হামলা চালাতে পারে বলে ধারণা করছে সংশ্লিষ্টরা।

২০১৪ সাল থেকে আইএস আফগানিস্তানে তাদের তৎপরতা চালিয়ে যাচ্ছে এবং তালেবান শাসকদের সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখে ফেলেছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন