শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

সম্পাদকীয়

বাকৃবিতে আইডি কার্ড জটিলতা

চিঠিপত্র

| প্রকাশের সময় : ২৭ মে, ২০২২, ১২:৩২ এএম

২০২০-২১ শিক্ষাবর্ষে নতুন ১১৩২ জন শিক্ষার্থী ভর্তি হয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি)। প্রত্যেক শিক্ষাবর্ষে এভাবে বেড়েই চলেছে শিক্ষার্থী সংখ্যা। কিন্তু শিক্ষার্থী সংখ্যা বাড়লেও বাড়েনি স্টুডেন্ট আইডি কার্ডের কাজের গতি। বাকৃবির ওয়েবসাইটে প্রত্যেক শিক্ষার্থীর এক একটি প্রোফাইল রয়েছে, যেখানে তাদের বিশ্ববিদ্যালয়জনিত সকল কাজের তথ্য জমা থাকে। নিজ নিজ প্রোফাইল থেকেই ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা আবেদন করেছিলো আইডি কার্ডের জন্য। অনলাইনভিত্তিক এই আবেদনের প্রায় দুই বছর পেরিয়ে গেলেও আইডি কার্ডের কোনো দেখা নাই। করোনার ভ্যাক্সিন থেকে শুরু করে নানা ক্ষেত্রে যেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আলাদা কিছু সুযোগ বা ব্যাবস্থা থাকে সেখানে নানা জটিলতায় ভুগতে হচ্ছে শিক্ষার্থীদের। আইডি কার্ড না থাকায় তারা এ সুযোগগুলোর সঠিক ব্যাবহার করতে পারছে না। তাই আইডি কার্ডের কাজের গতি তরান্বিত করে শিক্ষার্থীদের এসকল সমস্যা দূর করতে বাকৃবি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।

ইসরাত জাহান
শিক্ষার্থী, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন