শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

বঙ্গবন্ধুর আদর্শ এবং মুক্তিযুদ্ধের চেতনায় নিজেদের গড়ে তুলতে হবে-গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী

তারাকান্দা(ময়মনসিংহ)সংবাদদাতা | প্রকাশের সময় : ২৭ মে, ২০২২, ৮:০৫ পিএম

বাংলাদেশ সরকারের গৃহায়ণ ওগণপূর্ত মন্ত্রনালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা)-র জাতীয় সংসদ সদস্য শরীফ আহমেদ এমপি বলেছেন স্বাধীনতার মহান স্থপতি বাংলার রাখাল রাজা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ এবং মুক্তিযুদ্ধের চেতনায় নিজেদের গড়ে তুলতে হবে।তবেই এগিয়ে যাবে প্রিয় স্বদেশ।

২৭ মে বিকালে ময়মনসিংহের তারাকান্দায় “বঙ্গবন্ধু সরকারী ডিগ্রী কলেজ” হলরুমে ৫ বারের সাবেক জাতীয় সংসদ সদস্য নিজ পিতা মরহুম এম শামসুল হকের ১৭ তম মৃত্যুবার্ষিকীর আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে একথা বলেন তিনি।

এ সময় তিনি আরও বলেন,আমার পিতা মরহুম এম শামসুল হক ছিলেন বঙ্গবন্ধুর রাজনৈতিক সহচর এবং তার আদর্শের সৈনিক।আমি তার প্রতি কৃতজ্ঞতা জানাই আমাকে রাজনীতি সচেতন হিসেবে গড়ে তোলার জন্য।আমি কৃতজ্ঞতা জানাতে চাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান,তার তনয়া জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে।আপনাদের ভালোবাসা এবং মাননীয় প্রধানমন্ত্রীর আন্তরিকতায়ই আমি আজ প্রতিমন্ত্রী হতে পেরেছি।আমি আমার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই।

তারাকান্দায় এ সময় অন্যান্যের মাঝে আরও উপস্থিত ছিলেন,তারাকান্দা উপজেলা চেয়ারম্যান এডভোকেট ফজলুল হক, নির্বাহী অফিসার মিজাবে রহমত,বাংলাদেশ আওয়ামীলীগ তারাকান্দা উপজেলা শাখার সভাপতি বাবু প্রদীপ কুমার চক্রবর্তী রনু ঠাকুর,সাধারণ সম্পাদক বাবুল মিয়া সরকার,সহ-সভাপতি মেজবাহ উল আলম রুবেল চৌধুরী, মোজাম্মেল হক,যুগ্ম- সাধারণ সম্পাদক আজারুল ইসলাম সরকার,শামসুল ইসলাম সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম চৌধুরী নয়ন রাজু,শিক্ষা ও মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক নূরুজ্জামান সরকার বকুলসহ আওয়ামীলীগ, যুবলীগ,ছাত্রলীগ,স্বেচ্ছাসেবকলীগ নেতৃবৃন্দ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন