শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

নেবুলাইজারে স্বর্ণের চালান : গ্রেফতার ১

সিলেট ব্যুরো : | প্রকাশের সময় : ২৮ মে, ২০২২, ১২:০২ এএম

নেবুলাইজার মেশিনের ভেতর করে অভিনবপন্থায় স্বর্ণের চালান নিয়ে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেফতার হয়েছে দুবাই ফেরত এক প্রবাসী। মো. আলী আহমদ নামের ওই যাত্রী ১ কেজি ১৬০ গ্রাম ওজনের ১১ পিস স্বর্ণের পাত নিয়ে আসেন।

উদ্ধারকৃত স্বর্ণের বাজার মূল্য প্রায় ৮০ লাখ টাকা জানান কাস্টমস কর্তৃপক্ষ। গ্রেফতার মো. আলী আহমদ সিলেটের গোলাপগঞ্জ উপজেলার উজান মেহেরপুর দরগারবাজার এলাকার বাসিন্দা। গতকাল শুক্রবার সকাল ৭টায় দুবাই থেকে বাংলাদেশ বিমানের বিজি-২৪৮ ফ্লাইটটি অবতরণ করে ওসমানী বিমানবন্দরে। আলী আহমদ ছিলেন ওই ফ্লাইটের যাত্রী। ওসমানী বিমানবন্দর কাস্টমসের ডেপুটি কমিশনার মো. আল আমিন জানান, দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের যাত্রী মো. আলী আহমদ গ্রীণ চ্যানেল অতিক্রমকালে কর্তব্যরত কাস্টমস কর্মকর্তাদের সন্দেহ হয়। এসময় তার কাছে স্বর্ণ আছে কিনা জানতে চাইলে তিনি ‘না’ সূচক উত্তর দেন। পরে তার দেহ ও ব্যাগেজ তল্লাশি করে একটি কার্টুনে নেবুলাইজার মেশিনে বিশেষভাবে লুকানো অবস্থায় ১ কেজি ১৬০ গ্রাম ওজনের ১১পিস স্বর্ণের পাত পাওয়া যায়। এ ঘটনায় আটক যাত্রীর বিরুদ্ধে জব্দকৃত স্বর্ণসহ দায়ের করা হয়েছে একটি মামলা ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন