এ বছর জাতীয় শিক্ষা সপ্তাহে কুমিল্লা জেলায় মাদরাসা ক্যাটাগরিতে শ্রেষ্ঠ প্রিন্সিপাল নির্বাচিত হয়েছেন শাহ মোহাম্মদ মহিউদ্দিন। তিনি কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার ধামতী ইসলামিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ। এনিয়ে তিনি জেলার চারবার শ্রেষ্ঠ মাদরাসা প্রিন্সিপাল নির্বাচিত হলেন।
সাংগঠনিকভাবে তিনি মাদরাসা শিক্ষক-কর্মচারিদের একমাত্র অরাজনৈতিক সংগঠন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন-কুমিল্লা জেলা শাখার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
অধ্যক্ষ শাহ মোহাম্মদ মহিউদ্দিন ১৯৮৬ সালে নিশ্চিন্তপুর ডি.এস.ইসলামিয়া কামিল মাদরাসায় মুহাদ্দিস পদে যোগদান করে দ্বীনি শিক্ষা জগতে শিক্ষক হিসেবে প্রবেশ করেন। বিভিন্ন সময়ে তিনি কুমিল্লায় ইসলামিয়া কামিল মাদরাসা, লাকসামের দৌলতগঞ্জ গাজীমুড়া কামিল মাদরাসায় উপাধ্যক্ষ পদে কর্মরত ছিলেন। ২০১১ সাল থেকে তিনি কুমিল্লার দেবিদ্বারের ধামতি ইসলামিয়া কামিল মাদরাসার প্রিন্সিপাল পদে কর্মরত রয়েছেন। তিনি মাদরাসা শিক্ষার ওপর বেশ কয়েকটি বই লিখেছেন। ২০১৩, ২০১৭, ২০১৮ সালে তিনি কুমিল্লা জেলায় শ্রেষ্ঠ মাদরাসা প্রিন্সিপাল নির্বাচিত হয়েছিলেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন