শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

কালুরঘাট সেতুতে বিকল ওয়াগন ৫ ঘণ্টা পর যান চলাচল শুরু

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২৯ মে, ২০২২, ১২:০৬ এএম

চট্টগ্রামের কালুরঘাট সেতুতে তেল বহনকারী ট্রেনের ওয়াগন লাইনচ্যুত হওয়ায় প্রায় ৫ ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিল। তাতে দুপাড়ে শত শত যানবাহন আটকা পড়ে। চরম দুর্ভোগ পোহাতে হয় লোকজনকে। ওয়াগনটি গত শুক্রবার দিবাগত রাতে সরিয়ে নেওয়ার পর রাতেই যান চলাচল স্বাভাবিক হয়। গতকাল শনিবার সকালে ট্রেনও নির্ধারিত সময়ে স্টেশন ছেড়েছে।

রেলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা আনসার আলী জানান, উদ্ধারকারী ট্রেন দিয়ে লাইনচ্যুত ওয়াগন সরিয়ে নেওয়ার পর কালুরঘাট সেতুতে যান চলাচল স্বাভাবিক হয়। ফার্নেস তেল খালাস করে ফেরার পথে গত শুক্রবার রাত পৌনে ৯টার দিকে কালুরঘাট সেতুতে তেল বহনকারী ট্রেনের একটি ওয়াগন লাইনচ্যুত হয়। এতে সেতুতে যান চলাচল বন্ধ হয়ে দুর্ভোগে পড়ে যাত্রীরা। সেতুটি দিয়ে দক্ষিণ চট্টগ্রামের দুই উপজেলা বোয়ালখালী ও পটিয়ার হাজারো মানুষ নগরীতে যাতায়াত করে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন