শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

রোহিঙ্গা ক্যাম্পে শিশু ধর্ষণ আটক ২

টেকনাফ (কক্সবাজার) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২৯ মে, ২০২২, ১২:০৬ এএম

টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে ৮ বছরের এক রোহিঙ্গা শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ভিকটিমকে ক্যাম্পের আভ্যন্তরীণ এমএসএফ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে কুতুপালং হাসপাতালে পাঠানো হয়েছে। গত শুক্রবার দিনগত রাত সাড়ে বারোটায় অভিযুক্ত ধর্ষকদেরকে আটক করে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা। গতকাল শনিবার বিকেলে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক (এসপি) মো. তারিকুল ইসলাম প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
রোহিঙ্গা ক্যাম্পের মাঝি বলেন, গত শুক্রবার ২২ নং উনছিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পের ডি/৩ ব্লকের বাসিন্দা লিয়াকত আলীর শিশুকন্যাকে ধর্ষণ করে। ধর্ষণকরীরা হলো, একই ক্যাম্পের এ/৩ ব্লকের বাসিন্দা ইমাম হোসেনের ছেলে মো. ইউনুস এবং ডি/৩ ব্লকের বাসিন্দা শামসুল আলমের ছেলে নুর বশর। তারা প্রলোভন দেখিয়ে লম্বা বিল নামক স্থানে নিয়ে গিয়ে শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করে। পরে ভিকটিম শিশু ঘরে ফিরে ঘটনাটি তার মাকে জানালে ভিকটিমের পরিবার এপিবিএন ক্যাম্পে অভিযোগ করে। অভিযোগের প্রেক্ষিতে উনচিপ্রাং এপিবিএন ক্যাম্পের একটি টিম তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে রাত ১টার দিকে সময় ডি ব্লকের কাঁটাতারের বেষ্টনী সংলগ্ন পাহাড়ের ঢালে লুকিয়ে থাকা অবস্থায় অভিযুক্ত দুই রোহিঙ্গাকে গ্রেফতার করে। ১৬ এপিবিএন অধিনায়ক বলেন, অভিযুক্ত দুই ধর্ষককে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন