শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

নরসিংদীতে হাজী কল্যাণ সোসাইটির হজ প্রশিক্ষণ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, নরসিংদী থেকে : | প্রকাশের সময় : ২৯ মে, ২০২২, ১২:০১ এএম

নরসিংদীতে হজ্ব যাত্রীদের হজ্ব কার্যক্রম সুসম্পন্ন করার লক্ষ্যে হাজী কল্যাণ সোসাইটি বাংলাদেশ এর উদ্যোগে ১৫তম হজ্ব প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। গতকাল শনিবার নরসিংদী শিল্পকলা একাডেমী মিলনায়তনে হজ্ব প্রশিক্ষণ কর্মশালার অনুষ্ঠিত হয়েছে। এতে প্রশিক্ষক হিসাবে বক্তব্য রাখেন হাজী কল্যাণ সোসাইটি বাংলাদেশ এর কেন্দ্রীয় সভাপতি হাজী অধ্যাপক নুরুল ইসলাম মক্কী, প্রধান উপদেষ্টা হাজী হাফেজ মাওলানা মাহমুদুল হাসান আল মাদানী, সাংগঠনিক সচিব হাজী মুফতি আতিকুল্লাহ আল মামুন, পরিকল্পনা ও গবেষণা সচিব হাজী ডা. মো. অছিউদ্দিন।
প্রজেক্টের মাধ্যমে হজ্বের কার্যক্রমের প্রদর্শনী উপস্থাপন করেন হাজী মোহাম্মদ তানবীর আহামেদ। স্বাগত বক্তব্য রাখেন হাজী কল্যাণ সোসাইটি বাংলাদেশ এর মহাসচিব অ্যাডভোকেট হাজী হাবিবুল্লাহ শিকদার। প্রশিক্ষণ শেষে দোয়া পরিচালনা করেন হাজী কল্যাণ সোসাইটি বাংলাদেশ এর সহ-সভাপতি হাজী মাওলানা নুরুজ্জামান। প্রশিক্ষকগণ বলেন, আপনারা যারা হজ্ব পালনের উদ্দেশ্যে যাচ্ছেন তারা সবাই আল্লাহর মেহমান। আপনাদের সবার মাঝে পরিবর্তন আনবেন। আপনাদেরকে তাকওয়া অর্জন করতে হবে। আপনারা কেউ নিজেকে বড় ভাববেন না। বড় একমাত্র সর্বশক্তিমান আল্লাহ। রাজত্ব একমাত্র তারই। আমরা সবাই আল্লাহর গোলাম। এমন চিন্তাভাবনা নিয়ে হজ্বের উদ্দেশ্যে যাত্রা করে হজ্ব করে দেশে ফিরলে আপনারা সবাই সুন্দর মানুষ হবেন।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন