এক সপ্তাহের ব্যবধানে দিনাজপুরের হিলিতে রসুনের দাম বেড়েছে দ্বিগুণ। খুচরা বাজারে ৪০ টাকা দরের রসুন বিক্রি হচ্ছে ৮০ টাকা কেজি দরে। অস্বাভাবিকভাবে দাম বাড়ায় বিপাকে পড়ছে ব্যবসায়ীসহ সাধারণ ক্রেতারা।
এক সপ্তাহ আগে পাইকারি বাজারে রসুনের কেজি বিক্রি হয়েছিলো ৩০ থেকে ৩৫ টাকা, খুচরা বাজারে তার কেজি বিক্রি হয়েছিলো ৩৮ থেকে ৪০ টাকা কেজি। বর্তমানে তা বৃদ্ধি পেয়ে পাইকারি বাজারে বিক্রি হচ্ছে ৬৫ থেকে ৭০ টাকা কেজি। আর খুচরা বাজারে তা বিক্রি হচ্ছে ৮০ টাকা কেজি দরে।
মোখলেছার রহমান নামে এক ক্রেতা বলেন, কয়েক দিন আগে ৪০ টাকা কেজি দরে রসুন কিনে নিয়ে গেলাম। আজ বাজারে এসে দেখি তার দাম দ্বিগুণ। এভাবে দাম বাড়লে আমরা চলবো কী করে?
হিলি বাজারে সবজি ব্যবসাায়ী আব্দুল লতিফ বলেন, রসুনের দাম অনেক বেড়েছে। আমরা ৭০ টাকা পাইকারি নিয়ে ৮০ টাকা কেজি বিক্রি করছি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন