রাজধানীর বংশাল এলাকার মহৎটুলিতে একটি বাসা থেকে এক গৃহবধূর হাত-পা বাঁধা ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার নাম রত্না (২২)।
রোববার রাতে মরদেহটি উদ্ধার করা হয়। খবর পেয়ে লাশ উদ্ধার করে মিটফোর্ট মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন বংশাল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের। তিনি জানান, খবর পেয়ে গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে স্বামী পলাতক রয়েছে। নিহতের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
জানা গেছে, মহৎটুলির বাসাটিতে রাতে লোকজন রত্নার হাত পা বাঁধা ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে আইনশৃঙ্খলা বাহিনী লাশটি উদ্ধার করে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন