নোয়াখালীর সেনবাগ থানা পুলিশ এক অভিযান চালিয়ে বিপুল পরিমান গাঁজা ও বিদেশি মদসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে। পুলিশ তাদের নিকট থেকে ৮ কেজি গাঁজা, ১০ বোতল হি ম্যান ব্র্যান্ডের বিয়ার, ১২ বোতল ব্লাক ডিলাক্স ব্র্যান্ডের বিয়ার, ১৫ বোতল রয়েল গ্রীন ব্র্যান্ডের হুইস্কি, ১০ বোতল সিকনিচার ব্র্যান্ডের হুইস্কি ও ১৫ বোতল রয়েল স্টক ব্যান্ডের হুইস্কি উদ্ধার করে। এ সময় পুলিশ মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি সিএনজি চালিত অটোরিকশা ও জব্দ করে। গ্রেফতাকৃতরা হলেন বেগমগঞ্জ উপজেলার আবদুল্লাহপুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে মো. মোস্তাফিজুর রহমান প্রকাশ বাবু ও একই গ্রামের সাইদুল হকের ছেলে মোস্তফা। গতকাল সোমবার সকলে গোপন সংবাদের ভিত্তিতে সেনবাগ থানার এসআই মিথুনে নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স সেনবাগ উপজেলার ৬ নং কাবিলপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ছমিরমুন্সির হাট দিলদার মার্কেট সড়কের আজিজপুর হানিফ মেম্বারের বাড়ির সামনে থেকে তাদের গ্রেফতার করে।
সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী জানান, থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ মঙ্গলবার তাদেরকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন