রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) দুইজন শিক্ষককে স্থায়ীভাবে বহিষ্কার এবং এক জনের পদোন্নতি স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গতকাল রোববার ৫১৪তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
স্থায়ীভাবে বহিষ্কার হওয়া ২ শিক্ষক হলেন মনোবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক উম্মে হাবিবা জেসমিন। তার বিরুদ্ধে বিধি বহির্ভূতভাবে কর্মস্থলে অনুপস্থিত থাকা এবং ছাড়পত্র না নিয়ে বিদেশে অবস্থানের অভিযোগ আনা হয়। অন্যজন হলেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. সালমা সুলতানা। তার বিরুদ্ধে সুপার ভাইজার ও ডাক্তারের স্বাক্ষর জাল করে হাইকোর্ট থেকে মাতৃত্বকালীন ছুটি কাটানোর অভিযোগ উঠে। তাদের এসব অভিযোগের প্রেক্ষিতে ৫১২ ও ৫১৩ তম সিন্ডিকেট সভার একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিলো। পরে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের স্থায়ীভাবে বরখাস্ত করার সিদ্ধান্ত গৃহীত হয় সিন্ডিকেট সভায়। এছাড়া শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক বিষ্ণু কুমার অধিকারীকে ছাত্রীকে যৌন হয়রানির দায়ে ৪ বছরের জন্য পদন্নোতি স্থগিত করা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন