স্বাস্থ্য অধিদপ্তরের প্রয়োজনীয় কাগজ পত্র না থাকায় লক্ষ্মীপুরের কমলনগরে ৪ টি অনিবন্ধিত ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দিয়েছেন ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) পুদম পুষ্প চাকমা উপজেলার করইতলা বাজারের এ সব ডায়াগনস্টিক সেন্টারগুলো সিলগালা করে বন্ধ করে দেন। এ সময় এদের প্রত্যেককে ৫হাজার টাকা করে জরিমানা আদায় করা হয়।
এদিকে ভ্রাম্যমান আদালতের অভিযান টের পেয়ে তালা বন্ধ করে সটকে পড়ে অনিবন্ধিত প্রাইভেট ক্লিনিকগুলো।
বন্ধ হওয়া ডায়াগনস্টিক সেন্টারগুলো হলো-হাইকেয়ার ডায়াগনস্টিক সেন্টার, ইনসাফ ডায়াগনস্টিক সেন্টার, ইসলামীয়া ডায়াগনস্টিক সেন্টার ও নিউ উপকূল ডায়াগনস্টিক সেন্টার।
কমলনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পুদম পুষ্প চাকমা বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজ পত্র না পাওয়ায় ৪টি ডায়াগনস্টিক সেন্টারকে সিলগালা করে বন্ধ করে দেওয়া হয়েছে।
এছাড়া আমাদের অভিযান অব্যাহত রয়েছে।বন্ধ করে পালিয়ে যাওয়া অনিবন্ধিত প্রতিষ্ঠানগুলোতে পুনরায় অভিযান পরিচালনা করা হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন