শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

মাগুরায় যুবদল কতৃক জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালিত

মাগুরা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩১ মে, ২০২২, ৫:৪৫ পিএম

মঙ্গলবার দুপুরে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মাগুরা জেলা জাতীয়তাবাদী যুবদল ইসলামপুর পাড়া বি এন পির জেলা কার্যালয়ে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪০তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা, কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করে। এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা যুবদলের সভাপতি এডভোকেট ওয়াসিকুর রহমান কল্লোল,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আহসান হাবীব (কিশোর)। অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য মাগুরা পৌর সভার সাবেক মেয়র ইকবাল আক্তার খান কাফুর, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ,সদর থানা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ রফিকুল ইসলাম তুষার, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আমিরুল ইসলাম, সহ-সভাপতি মাহফুজুল ইসলাম ডলার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মাহবুব আলী মিলটন, যুগ্ম সাধারণ সম্পাদক আলী হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবু তাহের সবুজ প্রমূখ। সভায় জেলা যুবদলের সকল ইউনিট কমিটির নেতৃবৃন্দসহ, বিএনপি, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, মৎস্যজীবী দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি এককভাবে সঞ্চালনা করেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ।
সাইদুর রহমান,মাগুরা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন