শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

বিএইচআরএফ-ইনসাফ বারাকাহ স্বাস্থ্যসেবা চুক্তি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩১ মে, ২০২২, ৬:৩১ পিএম

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের (বিএইচআরএফ) সঙ্গে ইনসাফ বারাকাহ কিডনি এন্ড জেনারেল হাসপাতালের একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। মঙ্গলবার (৩১ মে) আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইনসাফ বারাকাহ হাসপাতালের এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মো. আলতাফ হোসেন, বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের সভাপতি এম এম রাশেদ রাব্বি। তারা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন । এ সময় বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের সহ-সভাপতি সেবিকা দেবনাথ, সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল, কোষাধক্ষ্য বায়েজিদ মুন্সি, নির্বাহী সদস্য ফরিদ উদ্দিন, সদস্য হামিমউল কবির, নেছার উদ্দিন, আজাদুল আদনান এবং ইনসাফ বারাকাহ হাসপাতালের জেনারেল ম্যানেজার মোজাফফর হাসান খান মজলিস, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মো. হাফিজুর রহমান, পাবলিক রিলেশন অফিসার মো. সোহরাব হোসেন আকন্দ, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (বিপণন ও মিডিয়া) এইচএম দুলাল, সিনিয়র এক্সিকিউটিভ (কর্পোরেট) মো. হিরো মিয়া, সাদ আব্দুল্লাহ সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই চুক্তির মাধ্যমে বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরাম এর কর্মকর্তা-কর্মচারী এবং ফ্যামিলি মেম্বারসহ গ্রহকরা ইনসাফ বারাকাহ কিডনি এন্ড জেনারেল হাসপাতালের বিভিন্ন স্বাস্থ্য সেবায় ডিসকাউন্ট সুবিধা উপভোগ করতে পারবেন।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন