আজ মঙ্গলবার (৩১ মে) ভোর সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড মাওয়া শাখার একটি টিম অভিযান চালিয়ে ১৪ ব্যারেল চিংড়ির রেণুসহ একটি ট্রাক জব্দ করে। তবে রেণুর মালিককে পাওয়া যায়নি।
এদিন দুপুরে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার লাবিব উসামা আহমাদুল্লাহ্ বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযানে প্রায় ২২ লক্ষ ৫০ হাজার পিস চিংড়ির রেণু পোনা জব্দ করা হয়। রেণুসহ ট্রাক আটক করা হলেও চালককে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়। জব্দকৃত রেণু চিংড়ি পোনার আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৭৭ লক্ষ ৫০ হাজার টাকা। পরে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ফরিদুল ইসলামের উপস্থিতিতে জব্দকৃত রেণু পদ্মা নদীতে অবমুক্ত করা হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন