শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

রায়গঞ্জে চাঁদাবাজির মামলায় ৭ জনকে কারাগারে প্রেরণ, ৪ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি !

রায়গঞ্জ সিরাজগঞ্জ (উপজেলা) সংবাদদাতা | প্রকাশের সময় : ১ জুন, ২০২২, ১১:৩১ এএম

সিরাজগঞ্জের রায়গঞ্জের সলঙ্গা থানার ভুইয়াগাঁতী বাসস্ট্যান্ডে সিএনজি মালিক ও শ্রমিকদের নিকট থেকে অবৈধভাবে চাঁদা আদা ও প্রতিবাদী সিএনজি মালিক ও শ্রমিকদের উপর চাঁদাবাজদের সন্ত্রাসী হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় আদালত বাবলু আকন্দ,হাবিবুর রহমান, মোকলেছুর রহমান,খোরশেদ আলম, আব্দুল খালেক,লিটন ও রমজান আলীকে গতকাল কারাগারে প্রেরণ -ও মোক্তার হোসেন, দরাব আলী,রেজাউল করিম ও আব্দুল জলিল অনুপস্থিত থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে নিম্ন আদালত।

মামলা সুত্রে জানাগেছে,ঢাকা-বগুড়া মহাসড়কের সলঙ্গা থানার ভুইয়াগাঁতী বাসস্ট্যান্ডে অবস্থিত সিরাজগঞ্জ জেলা অটো রিক্সা টেম্পু মালিক সমিতির স্বঘোষিত নেতা দাবী করে স্থানীয় বাবলু আকন্দ,হাবিবুর রহমান,মোকলেছুর রহমান,খোরশেদ আলম,আব্দুল খালেক,লিটন,রমজান আলী,মোক্তার হোসেন,দরাব আলী,রেজাউল করিম ও আব্দুল জলিল সমিতিকে কুক্ষিগত করে চাঁদাবাজী করতে থাকে। এতে তাদের বিরুদ্ধে বিক্ষুব্ধ হয়ে ওঠে প্রতিবাদী সিএনজি মালিক ও শ্রমিকরা। একপর্যায়ে বেপরোয়া চাঁদাবাজীর বিষয়টি শ্রম অধিদপ্তর বগুড়া আঞ্চলিক অফিসের নজরে পড়ে তখন শ্রম অধিদপ্তর বগুড়া আঞ্চলিক অফিসের উপ-পরিচালক শহিদুজ্জামান কর্তৃক ওই মালিক সমিতির একটি নিয়মিত কমিটি গঠন করার জন্য ৪০.০২.০০০০.৩০২.৩৪.১৭৫৯.৯৯.৯৪ স্বারক মোতাবেক গত (৩১ জানুয়ারী ২০২২) রায়গঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইমরুল হোসেন ইমনকে নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার করে একটি পত্র দেয়। সেই পত্রের আলোকে তিনি রোববার (১৩ ফেব্রুয়ারী ২০২২) বিকেল ৩টায় স্থানীয় দেওভোগ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নির্বাচনকে সামনে রেখে একটি সাধারণসভা আহ্বান করে। এদিকে সাধারণসভায় উপস্থিত থাকার জন্য প্রতিটি সিএনজি মালিককে পত্র প্রেরণের পাশাপাশি আগেরদিন শনিবার (১২ ফেব্রুয়ারী ২০২২) সকাল থেকে উপজেলাব্যাপী একটি প্রচার মাইক ছেড়ে দেন তিনি। কিন্তু এতে ক্ষিপ্ত হয়ে জবরদস্তি করে সমিতির নেতৃত্ব কুক্ষিগত করে রাখা বাবলু আকন্দ,হাবিবুর রহমান, মোকলেছুর রহমান,খোরশেদ আলম, আব্দুল খালেক,লিটন,রমজান আলী, মোক্তার হোসেন,দরাব আলী,রেজাউল করিম ও আব্দুল জলিলসহ একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে শনিবার (১২ ফ্রেব্রুয়ারী ২০২২)বিকেল সাড়ে ৫টার দিকে ভুইয়াগাঁতী বাসস্ট্যান্ড এলাকায় অবস্থানরত আব্দুর রাজ্জাক (৪০), আরিফুল ইসলাম আরিফ (৩৫), কবীর উদ্দিন (৪০), রেজাউল করিম (৩৫),আব্দুর রহমান(৪৫) ও আব্দুর রশিদ(৫০) এর উপর অতর্কিত হামলা চালায়। এসময় হামলাকারীদের দেশীয় অস্ত্রের আঘাতে উল্লেখিত ব্যক্তিরা গুরুত্বরভাবে আহত হয়। পরে স্থানীয়রা আহতদেরকে মুমুর্ষু অবস্থায় উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করে। এদের মধ্যে আরিফ ও রাজ্জাকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ওই দিন রাতেই আরিফকে বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। বিষয়টি সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের জিলানী ৯৯৯ থেকে ফোন পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। এদিকে চাঁদাবাজি ও হত্যার উদ্দেশ্যে হামলা,মারপিট ও রক্তাক্ত জখম করার ঘটনায় ১৪/০২/২০২২ তারিখে সিএনজি মালিক রুবেল হাসান বাদী হয়ে সলঙ্গা আমলী আদালতে ৩৮৫ ও ৩২৬ ধারায় একটি মামলা দায়ের করে। আদালত সেই মামলাটি আমলে নিয়ে সলঙ্গা থানাকে তদন্তপুর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের নির্দেশ দেন। তদন্তে ঘটনার সত্যতা প্রমানিত হওয়ায় সলঙ্গা থানা পুলিশ সকল আসামীর বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। এদিকে মহামান্য হাইকোর্ট থেকে পুলিশী তদন্ত প্রতিবেদন দাখিলের পুর্বপর্যন্ত জামিনে থাকা আসামী বাবলু আকন্দ,হাবিবুর রহমান, মোকলেছুর রহমান,খোরশেদ আলম, আব্দুল খালেক,লিটন ও রমজান আলী আদালতে পুলিশী প্রতিবেদন দাখিল হওয়ায় গতকাল আদালতে হাজির হয়ে জামিনের প্রার্থনা করেন। কিন্তু আদালত তাদের ৭ জনের জামিন বাতিল করে কারাগারে প্রেরণ করেছেন। অপরদিকে অনুপস্থিত থাকা আসামী মোক্তার হোসেন,দরাব আলী,রেজাউল করিম ও আব্দুল জলিলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। এদিকে আসামীরা হাজতে গেলেও তাদের সহযোগিরা চাঁদাবাজি অব্যাহত রেখেছে, এখনও বন্ধ হয়নি তাদের দৌরাত্ম ও চাঁদাবাজি। ওই ৭জন হাজত থেকে ও অপর ৪জন বাইরে থেকে নিয়ন্ত্রন করছে এ চাঁদাবাজি।

এব্যাপারে শ্রম অধিদপ্তর বগুড়া আঞ্চলিক অফিসের উপপরিচালক শহিদুজ্জামানের নিকট ভুক্তভোগি সিএনজি মালিক ও শ্রমিকসহ সমিতির নির্বাচিত বর্তমান নেতারা অভিযোগ করেও এবিষয়ে তারা তার নিকট থেকে কোন প্রতিকার পাননি। ফলে এ নিরব চাঁদাবাজির ঘটনায় ওই উপপরিচালক চাঁদাবাজদের মদদ দিচ্ছেন বলে অভিযোগ করছেন ভুক্তভোগি সিএনজি শ্রমিক,মালিক ও সমিতির নবনির্বাচিত নেতারা। এবিষয়ে তারা শ্রম মন্ত্রীসহ শ্রম অধিদপ্তরের উর্ধ্বতন কর্তৃপক্ষের আশুহস্তক্ষেপ কামনা করছেন। তবে শ্রম অধিদপ্তর বগুড়ার উপপরিচালক শহিদুজ্জামানের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগটি তিনি অস্বীকার করে বলেন বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহন করা হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন