১৫ দিন বয়সী জমজ শিশু কন্যা মাহদিয়া ও তার ভাই মাহাদীকে ঢাকার মোহাম্মদ পুর থেকে মাইক্রোবাস যোগে বগুড়ার আকাশতারায় শ্বশুর বাড়িতে ফিরছিলেন মিন্টু মিয়া (৪০)।
সাথে ছিলো স্ত্রী মারুফা, শ্বাশুড়ি শিউলি ও ২ শ্যালিকা মিম ও সানজিদা।
সকালে ঢাকা থেকে রওয়ানা দিয়ে বেলা সাড়ে ১১ টায় আকাশ তারা গ্রামে বাড়ির প্রায় দোরগোড়ায় পৌঁছেই ঘটে বিপত্তি। মিন্টু মিয়ার
পরিবারের সদস্যদের বহনকারী মাইক্রোটি আকাশতারায় রেলের ২৬ নম্বর খোলা রেলগুমটি পার হওয়ার সময় লালমনিরহাট থেকে সান্তাহার গামী ২০ ডাউন ট্রেনটি ধাক্কামারে মাইক্রোবাসটিকে।
ধাক্কায় রাস্তা থেকে ছিটকে পড়ে মাইক্রোবাস। প্রায় সংগেই প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী আহত যাত্রীদের উদ্ধার করে শজিমেক হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে।
চিকিৎসকরা আহত যাত্রীদের মধ্যে মাহদীয়াকে মৃত ঘোষণা করে। চিকিৎসকরা জানান,মিন্টু মিয়া ব্যতিত সকলেই নিরাপদ।
ঘটনার পরপরই মাইক্রোবাস চালক পালিয়ে যায়। আর এই ঘটনায় মিন্টু মিয়ার পরিবার ও পুরো আকাশ তারা গ্রামে রীতিমতো শোকের
ছায়া নেমে আসে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন