শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

লক্ষ্মীপুরে এমপির বক্তব্যে বিরক্ত হয়ে মঞ্চ ছাড়লেন আ.লীগের সাংগঠনিক সম্পাদক

লক্ষ্মীপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১ জুন, ২০২২, ৭:৪৪ পিএম

লক্ষ্মীপুরে চন্দ্রগঞ্জ থানা আওয়ামী লীগের সম্মেলন চলাকালে বুধবার দুপুরে সদরের সংসদ সদস্য এ কে এম শাহজাহান কামালের বক্তব্যে বিরক্ত হয়ে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন সম্মেলনস্থল ত্যাগ করে সার্কিট হাউসের উদ্দেশে চলে যান বলে অভিযোগ উঠেছে। নাম প্রকাশে অনিচ্ছুক মঞ্চে উপস্থিত কয়েকজন নেতা বিষয়টি নিশ্চিত করেছেন।

নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ কে এম শাহজাহান কামাল জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি। চন্দ্রগঞ্জ থানা কমিটির সম্মেলনে তিনি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন।

কেন্দ্রীয় আওয়ামী লীগের কৃষিবিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলীর বক্তব্য শেষে তাকে সুযোগ দেওয়া হয়। টানা ১৫ মিনিট এলোমেলো বক্তব্য শুনে হুইফ স্বপন বিরক্ত হয়ে বক্তব্য না দিয়েই মঞ্চ ছেড়ে নেমে যান। একই বক্তব্য শাহজাহান কামাল রায়পুর সম্মেলনেও দিয়েছেন। তার বক্তব্যে শ্রোতা ও নেতাকর্মীরাও বিরক্ত হন বলে জানা যায়।

চন্দ্রগঞ্জ থানা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আবুল কাশেম চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ। সম্মেলনের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরউদ্দিন চৌধুরী নয়ন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন