মুন্সীগঞ্জের শ্রীনগরে অজ্ঞাত এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলা স্টেডিয়াম মাঠ থেকে ওই ব্যক্তির মরাদেহ উদ্ধার করা হয়।
এলাকাবাসী জানায়, স্টেডিয়াম মাঠের উত্তর-পূর্ব দিকের একটি ডুমুর গাছের ডালের সাথে ফাঁশি দিয়ে আত্মহত্যা করেছে। লোকটিকে এই এলাকায় আগে কখনো দেখাযায়নি। তাই তার পরিচয় আমরা কেউই বলতে পারছিনা। পরে থানায় খবর দিলে পুলিশ এসে গাছ থেকে তার লাশ নামায়।
শ্রীনগর থানার ওসি তদন্ত কামরুজ্জামান বলেন, এখন পর্যন্ত লাশের কোন পরিচয় পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে অন্য জায়গা থেকে কাজ করতে আসা শ্রমিক। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। অন্যান্য সকল ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মন্তব্য করুন