রোববার, ২৬ মে ২০২৪, ১২ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৭ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

বাংলাদেশ সুইডেন পলিটেকনিক হয়ে নৌবাহিনী সড়ক ভাংগের ফলে হুমকির মুখে

সড়ক মেরামতের দায়িত্ব কার?

কাপ্তাই (রাঙামাটি)উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২ জুন, ২০২২, ৫:০৯ পিএম

কাপ্তাই সুইডেন পলিটেকনিক হয়ে নৌবাহিনী সড়কের এক পাশে ব্যাপক ভাংগন দেখা দিয়েছে।


বাংলাদেশ সুইডেন পলিটেকনিক হয়ে নৌবাহিনী সড়কটি ভাংগের ফলে হুমকির মূখে।যে কোন মুহুতে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা করেছে স্থানীয় লোকজন । লাগাতার কয়েদিনের বৃষ্ঠির কবলে প্রধান সড়কের একপাশে ভাঙ্গন দেখা দেয়।যার ফলে সড়কের একপাশের ভাংগনটি বড় আকার ধারনকরে। এ সড়ক দিয়ে প্রতিদিন ভারী যানবাহন চলাচল করছে। পাশা,পাশি রয়েছে বিভিন্ন সেনা,নৌ, পুলিশসহ সরকারি-বেসরকারি শিল্প-কারখানা ও শিক্ষা প্রতিষ্ঠান। সড়কের একপাশ ভাংগের ফলে ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে। সড়ক বিভাগের এ ভাংগের বিষয়ে কারো কোন নজরদারী নেই বললেই চলে। এলাকার সচেতন লোকজন ভাংগন ও রাতে বড় ধরনের বিপদের আশঙ্কা জেনে কেউ লাল পাতাকা,গাছের ডাল পাতা ও বালুর বস্তা দিয়ে ভাংগন রোধ করার চেষ্ঠা করছে। এদিকে কাপ্তাই ইউনিয়ন আ'লীগের সহ-সভাপতি আব্দুল মান্নান জানান ভাংগন রোধে চট্রগ্রাম সড়ক ও জনপথকে ফোন করা হলে তারা জানান এটি রাঙামাটি সড়ক ও জনপথের কাজ। রাঙামাটি ফোন করা হলে তারা জানান এটি চট্রগ্রাম সড়ক ও জনপথের কাজ।আসলে সড়কটি মেরামতের কাজ কার বলে তিনি প্রশ্ন করেন? অতি দ্রুত ভাংগন মেরামত করা না হলে সড়কে যানচলা বন্ধ হয়ে যাবে। এবং সকল ধরনের কার্যক্রমে হুমকির মুখে স্তব্ধ হয়ে পড়বে বলে এলাকার সচেতনমহল আশঙ্কা করছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন