গ্রামীণফোন সপ্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টকে কিছু ব্যবহৃত নেটওয়ার্কসংক্রান্ত যন্ত্রপাতি (রাউটার ও সুইচ) প্রদান করেছে। এই যন্ত্রপাতিগুলো তাদের গবেষণাগারে ব্যবহার করা হবে। গ্রামীণফোনের চিফ টেকনোলজি অফিসার মেদহাত এলহোসাইনী এই যন্ত্রপাতিগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের চেয়ারপারসন ড. সাব্বির আহমেদের হাতে তুলে দেন। গ্রামীণফোনের সিনিয়র ডিরেক্টর কমিউনিকেশনস নেহাল আহমেদ, ডিরেক্টর নেটওয়ার্ক প্ল্যানিং মো: মুনীর হাসান এবং উভয় প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এ ধরনের যন্ত্রপাতি সাধারণত ধ্বংস করে ফেলা হয়, গ্রামীণফোন তা শিক্ষামূলক কাজে প্রদানের মাধ্যমে নতুন দৃষ্টান্ত স্থাপন করল।-ইনকিলাব
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন