শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

ডিআরইউ সাহিত্য পুরস্কার পেলেন কবি হাসান হাফিজ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২১ নভেম্বর, ২০১৬, ১২:০৫ এএম

স্টাফ রিপোর্টার : প্রথমবারের মতো ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) প্রবর্তিত ডিআরইউ সাহিত্য পুরস্কার ২০১৬ পেলেন কবি ও সাংবাদিক হাসান হাফিজ। এ বছর প্রকাশিত অভিমান মৃত্যু ও পাথর কাব্যগ্রন্থের জন্য তাকে এই পুরস্কার প্রদান করা হয়। গতকাল রোববার বিকেলে ডিআরইউ সাগর-রুনি মিলনায়তনে এক অনুষ্ঠানে পুরস্কার তুলে দেন বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ। ডিআরইউ সাহিত্য পুরস্কারের সম্মাননা স্মারক, সনদ ছাড়াও বিজয়ীকে নগদ ৫০ হাজার টাকা প্রদান করা হয়।
ডিআরইউ সভাপতি জামালউদ্দীনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রাজু আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কবি আসাদ চৌধুরী, ডিআরইউ সাহিত্য পুরস্কার ২০১৬ জুরি বোর্ডের প্রধান কথাসাহিত্যিক সৈয়দ মনজুরুল ইসলাম, ডিআরইউর প্রচার ও প্রকাশনা সম্পাদক কাফি কামাল, সাংস্কৃতিক সম্পাদক মনিরুল ইসলাম, সাংবাদিক মাহবুব আলম ও জাহিদ নেওয়াজ জুয়েল প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ বলেন, পুরস্কার পাওয়ার জন্য কাজ করলে কষ্ট পেতে হতে পারে। কিন্তু আনন্দের জন্য কাজ করলে পুরস্কার এমনিতেই আসে।
তিনি বলেন, আমাদের তরুণরা যে সামনে এগোবে সে পথটি কেউ তৈরি করছেন না। কারণ আগামীর পথ দেখানোর মানুষটি এখন আর খুব দেখা যায় না। যারা আছেন তারা শুধু বক্তৃতা করেন। বক্তৃতায় নয়, জীবনাচার দিয়ে তরুণদের উৎসাহিত করতে হয়।
সাংবাদিকতা ও সাহিত্যচর্চার বিষয়ে তিনি বলেন, ঘটনার ভেতরে থাকে তথ্য। আর তথ্যের ভেতর থাকে সত্য। তথ্যকে আবিষ্কার করা সাংবাদিকের কাজ। আর সত্যকে আবিষ্কার করা সাহিত্যের কাজ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন