শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

লেক থেকে দুই মাদরাসা ছাত্রের লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ থেকে : | প্রকাশের সময় : ৪ জুন, ২০২২, ১২:০২ এএম

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৭নং ওয়ার্ডের জল্লারপাড় এলাকার একটি লেক থেকে দুই কিশোরের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। নিহতরা হলেন- নগরীর পশ্চিম দেওভোগ মাদরাসা এলাকার ইকবাল হোসেনের ছেলে ইমতিয়াজ (১৩) ও একই এলাকার জাকির হোসেনের ছেলে মিহাদ (১৪)। তারা পশ্চিম দেওভোগ মাদরাসার শিক্ষার্থী। গতকাল শুক্রবার বিকেলে সিটি করপোরেশনের লেক থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

পরিবার সূত্রে জানা যায়, দুপুরে ইমতিয়াজ ও মিহাদ সিটি করপোরেশনের লেকে গোসল করতে নেমেছিল। এরপর আর তাদের খোঁজ মেলেনি। পরে একজনের লাশ ভেসে উঠে এবং ফায়ার সার্ভিস তল্লাশি করে অপরজনের লাশ উদ্ধার করে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, নাসিকের লেক থেকে আমাদের উদ্ধারকর্মীরা দু’জনের লাশ উদ্ধার করেছে। তারা হয়তো গোসল করতে নেমে পানিতে তলিয়ে যায়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন