সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ০৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

আমিরাতে লটারিতে ৪৮ কোটি টাকা জিতলেন বাংলাদেশি যে যুবক

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৪ জুন, ২০২২, ১০:০৬ এএম

প্রবাসী বাংলাদেশী যুবক সংযুক্ত আরব আমিরাতে লটারির ড্রতে ২ কোটি দিরহাম বাংলাদেশী টাকায় ৪৮ কোটি ৫০ লাখ টাকা। স্থানীয় গণমাধ্যম খালিজ টাইমসের খবরে বলা হয়েছে, শারজায় বসবাসরত বাংলাদেশী প্রবাসী আরিফ খান রাজধানী আবুধাবিতে অনুষ্ঠিত ‘মাইটি ২০ মিলিয়ন’ র‌্যাফেল ড্রতে ২ কোটি দিরহাম জিতেছেন। গত চার বছরে ধরে তিনি শারজায় গাড়ি রক্ষণাবেক্ষণের দোকান চালাচ্ছিলেন।

লটারি কিনে ভাগ্য বদলানোর জন্য আরিফ গত ২৭ মে জীবনে প্রথমবারের মতো একটি টিকিট কেনেন। খালিজ টাইমসকে ৩৬ বছর বয়সী আরিফ বলেন, ‘আমি শুধু আমার ভাগ্য বদলানোর চেষ্টা করছিলাম। আমি আমার জীবনে আর কোনো লটারির টিকিট কিনিনি।’
বাংলাদেশি মুদ্রায় প্রাইজমানি কত হবে জানতে চাইলে তিনি হিসাব করার চেষ্টা করে হাল ছেড়ে দেন। পরে বলেন, ‘আমি জানি না। আমি যে ২০ মিলিয়ন দিরহাম জিতেছি, সে খবরেই এখনও ডুবে আছি।’
আরিফ রাজধানী ঢাকার বাসিন্দা এবং শারজায় একটি গাড়ি রক্ষণাবেক্ষণের দোকান চালান। এত টাকা দিয়ে তিনি কী করবেন তা নিয়ে কোনো তাৎক্ষণিক পরিকল্পনা করেননি বলে জানান। তিনি বলেন, ‘আমার কোনো পূর্বপরিকল্পনা নেই। আমি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে এই টিকিটের প্রচার দেখেছি এবং আগ্রহী হয়েছি। আমি আগে কখনও আমার ভাগ্য পরীক্ষা করিনি। আমি ১২ বছর সৌদি আরবে কাজ করেছি। আমার ব্যবসা সেখানে ধস নেমেছে। কিন্তু এখন সব ঠিক আছে।’
আরিফ একটি সুখী পরিবারের মানুষ। লটারির অর্থ তিনি অভাবিদের সাহায্য করার জন্য ব্যবহার করতে চান। তিনি বলেন, ‘আমার দুই সন্তান, আমার স্ত্রী এবং আমার বাবা-মা। আমার ভাই এখানে দোকান চালায়। আমি আশা করি, এই অর্থ অন্যদের সাহায্য করার জন্য ব্যবহার করা যেতে পারে। টাকা পৃথিবীর সবচেয়ে ভয়ংকর জিনিস। তাই আমি অন্যদের সাহায্য করার জন্য এটি ব্যবহার করতে চাই। শুধু নিজের জন্য এই অর্থ ব্যবহার করতে চাই না।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন