শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

সিলেটে সাড়ে পাঁচ হাজার পিস ইয়াবাসহ র‌্যাবের হাতে এক যুবক আটক

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ৫ মার্চ, ২০২৩, ৫:৪৬ পিএম

সিলেটে সাড়ে পাঁচ হাজার পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে র‌্যাব-৯ এর একটি টিম। স্থানীয় গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ সরকারি কলেজ গেইটের সামনে থেকে গতকাল শনিবার রাতে আটক করা হয় তাকে। আটককৃত বেলাল আহমেদ (৪৩) ওই উপজেলার বাঘা ইউনিয়নের কালাকুনার মৃত আকমল আলীর পূত্র। র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি আফসান-আল-আলম বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বেলাল আহমেদকে আটকসহ তার কাছ থেকে জব্দ করা হয়েছে ৫ হাজার ৫০৫ পিস ইয়াবা ট্যাবলেট। তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদকের সাথে বেলাল আহমেদের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে বেলালকে গোলপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন