রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ঝুকিপূর্ণ গাছে উঠে ফল পারার বিষয়ে নিষেধাজ্ঞা জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শনিবার (৪ জুন) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ প্রশাসক অধ্যাপক ড. প্রদীপ কুমার পান্ডে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ উদ্বেগের সাথে লক্ষ্য করছে যে, সম্প্রতি ক্যাম্পাসে বিভিন্ন মৌসুমি ফল পাড়ার জন্য শিক্ষার্থীরা গাছে উঠছে। বিষয়টি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ফল পাড়তে গিয়ে ইতিমধ্যে অনেক শিক্ষার্থী দূর্ঘটনায় আহত হওয়ার ঘটনাও ঘটেছে, যা অত্যন্ত দুঃখজনক।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এভাবে ঝুঁকিপূর্ণভাবে গাছে ওঠা ও ফল পাড়া থেকে বিরত থাকতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানাচ্ছে।
উল্লেখ্য, বিশ^বিদ্যালয়ের গাছ থেকে আম পাড়তে গিয়ে ইলেকট্রনিক্স এন্ড ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী সুভাষ চন্দ্র কোমরে গুরুতর আঘাত পেয়েছেন এবং বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ফারুক হোসেন গাছ থেকে পড়ে নাকে আঘাত প্রাপ্ত হয়ে মেডিকেলে ভর্তি ছিলেন।##
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন