সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে ১৫ ঘণ্টা বন্ধ থাকার পর যোগাযোগ স্বাভাবিক হয়েছে। রোববার রাত আড়াইটার দিকে দুর্ঘটনাকবলিত বগি উদ্ধার ও ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামতের পর লাইন ট্রেন চলাচলের জন্যা খুলে দেয়া হয়েছে।
সয়দাবাদ স্টেশন মাস্টার আলী আহম্মদ জানান, রোববার সকাল সোয়া ১১টার দিকে সদর উপজেলার সয়দাবাদ ইকোপার্ক এলাকায় একটি মালবাহী ট্রেনের ছয়টি বগি লাইনচ্যুত হলে বঙ্গবন্ধু সেতু হয়ে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। রাত সোয়া ১২টার দিকে পশ্চিমাঞ্চল রেল কর্তৃপক্ষ টানা ১৩ ঘণ্টা চেষ্টার পর ইঞ্জিন ও ৬টি বগিসহ ট্রেনটি উদ্ধার করে। পরে রাত ২টার দিকে দিনাজপুর থেকে ঢাকাগামী আটকে পড়া দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি ১৫ ঘণ্টা পর সেতু পার হয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। আর এ ট্রেনটি চলাচলের মধ্য দিয়ে বঙ্গবন্ধু সেতু হয়ে সিরাজগঞ্জের সাথে ঢাকা ও উত্তর-দক্ষিণাঞ্চলের ট্রেন যোগাযোগ টানা ১৫ ঘণ্টা পর ফের শুরু হলো।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন