বিএনপি’র চেয়ারপার্সন খালেদা জিয়ার নামে গ্রেফতারি পরোয়নার জারির প্রতিবাদে ঝিনাইদহে বিএনপি’র মিছিলে পুলিশের বাধা। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে আজ সকাল ১০টায় শহরের কেপি বসু সড়কের দলের অস্থায়ী কার্যালয় থেকে মিছিল বের করতে চাইলে পুলিশ বাধা দেয়। পুলিশের বাধায় মিছিল করতে না পেরে সেখানেই এক সংক্ষিপ্ত সমাবেশ করে। বিএনপি নেতা আক্তারুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুল মালেক সহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা বলেন বিচার ব্যবস্থা এখন সরকারের সম্পূর্ণ নিয়ন্ত্রনে। হাস্যকর মামলায় খালেদা জিয়ার নামে গ্রেফতারি পরোয়ানা তারই বহিঃপ্রকাশ। বক্তারা আরও বলেন খালেদা জিয়া তার পরিবারের বিরুদ্ধে একের পর এক মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে ধ্বংস করার হীণ চক্রান্ত কোনদিন সফল হবে না। এই সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকার আহ্বান জানান।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন