বগুড়া-রংপুর মহাসড়কে রাস্তা পারাপারের সময় এক শ্রমিক নিহত হয়েছেন। আজ সোমবার সকালে চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে মারা যান তিনি।
নিহত রমজান মিয়া (২৮) ওসমানপুর গ্রামের চানদু মিয়ার ছেলে বলে পরিচয় জানিয়েছেন পুলিশ ও এলাকাবাসী।
জানা যায়, পীরগঞ্জের শাহ মুগদুমী জুট মিলের ওই শ্রমিক রোববার রাত ৯টার দিকে রাস্তা পারাপারের সময় যাত্রীবাহী বাস চাপা দেয়। এ সময় ওই শ্রমিক গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে রমেক হাসপাতালে ভর্তি করা হয়। আজ সোমবার সকালে তার মৃত্যু হয়।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম জানান, নিহত রমজান জুট মিলের শ্রমিক ছিলেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন