শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

সম্পাদকীয়

ইসলামিয়া সরকারি কলেজের হোস্টেল চাই

চিঠিপত্র

| প্রকাশের সময় : ৬ জুন, ২০২২, ১২:০৪ এএম

দেশের উত্তর বঙ্গের প্রবেশদ্বার, যমুনা বিধৌত এবং চলনবিল অধ্যুষিত সিরাজগঞ্জ জেলার একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ইসলামিয়া সরকারি কলেজ। এটি সিরাজগঞ্জ জেলার প্রাচীনতম কলেজ। কলেজটি শুরুতে ১৮৮৯ খ্রিস্টাব্দে একটি সিনিয়র মাদ্রাসা হিসেবে প্রতিষ্ঠা লাভ করে এবং ১৯২১ সালে এটি (আই আই কলেজ) ইসলামিয়া ইন্টারমিডিয়েট কলেজে রূপান্তরিত হয়। ১৯৭২ সালে কলেজটি ‘ইসলামিয়া কলেজ’ নামে পরিচিতি পায়। বর্তমানে কলেজটিতে উচ্চ মাধ্যমিক, ডিগ্রী, অনার্স শ্রেণীতে ১২ হাজারের বেশি শিক্ষার্থী অধ্যয়নরত। কিন্তু দুঃখের বিষয় এই কলেজে নেই কোনো নিজস্ব হোস্টেল। এতে দূর-দূরান্ত থেকে আসা শিক্ষার্থীদের ভোগান্তিতে পড়তে হচ্ছে। বহু শিক্ষার্থীর পারিবারিক অসচ্ছলতার কারণে শহরে থাকা হয় না। এতে করে মেধাবী শিক্ষার্থীরা সুশিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। তাই শিক্ষার্থীদের সুবিধার জন্য এই কলেজে হোস্টেলের ব্যবস্থা চাই। এতে করে সিরাজগঞ্জের প্রাচীনতম এই কলেজে, দেশের বিভিন্ন অঞ্চল থেকে মেধাবী শিক্ষার্থীরা ভর্তি হতে আগ্রহী হবে। কলেজের মান ও সুনাম বৃদ্ধির ক্ষেত্রেও গুরত্বপূর্ণ ভূমিকা রাখবে। এবিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

ইমরান হোসাইন
শিক্ষার্থী, ইসলামিয়া সরকারি কলেজ, সিরাজগঞ্জ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন