শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

মাদক কারবারি গ্রেফতার

ময়মনসিংহ ব্যুরো : | প্রকাশের সময় : ৬ জুন, ২০২২, ১২:০১ এএম

ময়মনসিংহে গোপন সংবাদে অভিযান চালিয়ে ৫০ কেজি গাঁজাসহ আনোয়ার সরকার নামের এক মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেছেন র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্প। এ সময় দু’টি মোবাইল ও গাঁজা বিক্রির ছাব্বিশ হাজার টাকা উদ্ধার করা হয়। গতকাল জেলার ত্রিশাল উপজেলার আমিরাবাড়ী বগার বাজার চৌরাস্তা বাসস্ট্যান্ডের ঢাকা-ময়মনসিংহ হাইওয়ে থেকে গাঁজাসহ এই মাদক ব্যবসায়িকে গ্রেফতার করা হয়। সন্ধ্যায় ৬টায় র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এই তথ্য জানান।

তিনি জানান, আনোয়ার সরকার দীর্ঘদিন যাবত সীমান্তবর্তী জেলা হইতে গাঁজা সংগ্রহ করে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পাইকারি ও খুচরা বিক্রি করে আসছেন। এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন