বিএনপি মাটি, মানুষ ও দেশের উন্নয়নে রাজনীতি করে বলেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ এবং তার গঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতি দেশের মানুষের ভালোবাসা ও আস্থা রয়েছে উল্লেখ করে আরব আমিরাত বিএনপি নেতৃবৃন্দ বলেছেন, বাংলাদেশের মানুষের প্রকৃত অর্থনৈতিক মুক্তির পথ রচিত হয়েছিল বিএনপির প্রতিষ্ঠাতা ও আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বেই। বহুদলীয় গণতান্ত্রিক চর্চার মাধ্যমে বাংলাদেশিদের অর্থনৈতিক মুক্তি ও বৈষম্য দূর করে সমতাভিত্তিক রাষ্ট্র, গণমাধ্যম ও মানুষের মত প্রকাশের স্বাধীনতাও নিশ্চিত হয়েছিল তার নেতৃত্বেই। গত শুক্রবার রাতে আরব আমিরাতের আল-আইন বিএনপির উদ্যোগে স্থানীয় সুপার রেস্টুরেন্ট হলরুমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪১তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তারা এ কথা বলেন।
আল-আইন বিএনপির সভাপতি শওকত ওসমান রানার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আতাউর রহমান আতার পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন আরব আমিরাত বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ জাকির হোসেন। প্রধান বক্তা ছিলেন আরব আমিরাত বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবদুস সালাম তালুকদার। বিশেষ অতিথি ছিলেন আরব আমিরাত বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক মাওলানা আবুল কালাম আজাদ, সাবেক সহ- সাধারণ সম্পাদক এইচ এম ফারুক, উদযাপন কমিটির আহবায়ক নাসের হেজাজী, উদযাপন কমিটির সদস্য সচিব আবদুল হান্নান, শারজাহ বিএনপির সভাপতি প্রকৌশলী করিমুল হক,আজমান বিএনপির সভাপতি শাহিনুর শাহিন,আবুধাবি বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবুল বশর, মীরসরাই প্রবাসী বিএনপির সভাপতি মোবারক হোসেন মাসুম, কাজী ফারুক, প্রথম সহ-সভাপতি শফিকুল ইসলাম, আব্দুল্লাহ আল মামুন, নুরুল আমিন,নেজাম,রায়হানুল ইসলাম শামিম,সেলিমুর রহমান, জসিম তালুকদার ও হাজী মনিরসহ আরো অনেকে। এছাড়া আল-আইনসহ আমিরাতের বিভিন্ন প্রদেশের বিএনপি,যুবদল ও শ্রমিক দলের নেতৃবৃন্দগণও উপস্থিত ছিলেন। পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন