রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

সম্পাদকীয়

রাস্তা মেরামত চাই

চিঠিপত্র

| প্রকাশের সময় : ৭ জুন, ২০২২, ১২:০৬ এএম

নীলফামারী পৌরসভার আনাচে-কানাচে সবধরনের রাস্তায় শুধু ইটের খোয়া বিছানো হয়েছে। দীর্ঘ সময় ধরে রাস্তার কাজ ঝুলে আছে। গেলো নির্বাচনের আগে রাস্তায় বালু ও সমানকরণ কাজ শুরু হলেও এখন সেটাও বন্ধ। এই অবস্থা চলছে ৩-৪ বছর ধরে। রিকশায় করে কোথাও গেলে অস্বস্তিকর পরিস্থিতিতে পরতে হয়। নীলফামারী উকিল মোড় থেকে ফকিরগঞ্জ হাট, বড় বাজার থেকে নিউ বাবুপাড়া এই দুটি রাস্তা খুব জনবহুল। শিক্ষার্থীদের যাতায়াতের অন্যতম পথ। এছাড়াও আরও কিছু সাইট রোড আছে যেগুলোর অবস্থা এমনই। অটো, রিকশা, মোটরসাইকেল, সাইকেলসহ ছোট্টো যানবাহনগুলোর জন্য রাস্তাগুলো যাতায়াত ব্যবস্থা একটুও নিরাপদ নয়। পৌর প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

জাকারিয়া আল হোসাইন
শিক্ষার্থী, নীলফামারী সরকারি কলেজ

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন