খুলনা মেট্রোপলিটন পুলিশের তিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ চার পুলিশ পরিদর্শককে বদলী করা হয়েছে। খুলনা মেট্রোপলিটন পুলিশের খানজাহান আলী থানা, আড়ংঘাটা থানা, খালিশপুর থানার তিন ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ চার পরিদর্শককে বদলি করা হয়েছে।
গত ৫ জুন খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. মাসুদুর রহমান ভূঞা স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলি করা হয়। আদেশে খানজাহান আলী থানার অফিসার ইনচার্জ প্রবীর কুমার বিশ্বাসকে নগর গোয়েন্দা বিভাগে, আড়ংঘাটা থানার অফিসার ইনচার্জ মো. জাহাঙ্গীরকে খালিশপুর থানায়, খালিশপুর থানার অফিসার ইনচার্জ মো. কামাল হোসেন খানকে খানজাহান আলী থানায় এবং নগর গোয়েন্দা পুলিশের মো. ওহিদুজ্জামানকে আড়ংঘাটা থানার অফিসার ইনচার্জ হিসেবে বদলি করা হয়েছে। নিয়মিত বদলির অংশ হিসেবে এ আদেশ জারি করা হয়েছে বলে জানিয়েছেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মাসুদুর রহমান ভূঞা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন